কোভ্যাক্স সুবিধার আওতায় করোনাভাইরাসপ্রতিরোধী মডার্নার ২৫ লাখ ডোজ টিকা শুক্র ও শনিবার দেশে আসছে। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ রাত ১১টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে হজরত শাহজালাল বিমানবন্দরে মডার্না থেকে ২৫ লাখ টিকার প্রথম চালানে প্রায় ১২ লাখ ডোজ আসবে। পরদিন ৩ জুলাই আসবে বাকি ১৩ লাখ। আজ এ টিকা গ্রহণ করতে রাত ১১টা ২০ মিনিটে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলেও জানান মন্ত্রী।

প্রসঙ্গত, গত ২৯ জুন দেশে জরুরি ব্যবহারের জন্য মডার্নার টিকাকে অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। সেদিন এই টিকা ব্যবহারের জন্য ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দেয়া হয় বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

 

মোঃ রাব্বী হাওলাদার

ষ্টাফ রিপোর্টার

এনা ডেইলী নিউজ

মোবাইল: ০১৫৩৮১৬৫৭৭৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *